শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ১২:৩৬ পিএম
অপরাজেয় থেকে ফাইনালে উঠেছিল রংপুর রাইডার্স। দ্বিতীয়বারের মতো গ্লোবাল সুপার লিগ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ছিল নুরুল হাসান সোহানের দল। তবে ফাইনালে এসে বাস্তবতা ধাক্কা দিল শক্তভাবে। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩২ রানে হেরে ট্রফি হাতছাড়া করল বিপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত হয় এবারের গ্লোবাল সুপার লিগের ফাইনাল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স প্রথম ইনিংসে গড়ে ১৯৬ রানের বিশাল সংগ্রহ, যা চলতি আসরে সর্বোচ্চ দলীয় স্কোর। জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজের বিধ্বংসী ব্যাটিংয়ে মূলত রংপুরকে ম্যাচ থেকে ছিটকে দেয় স্বাগতিকরা।
চার্লস ৪৮ বল খেলে ৬৭ রান (১১ চার, ১ ছক্কা) করেন আর গুরবাজ করেন ৩৮ বলে ৬৬ রান (৬ চার, ৪ ছক্কা)। শেষ দিকে রোমারিও শেফার্ডের ৯ বলে ২৮ রানের ইনিংস দলকে পৌঁছে দেয় প্রায় ২০০ রানে।
জবাবে, ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে রংপুর। মাত্র ৬ রানে প্রথম উইকেট হারানোর পর টপঅর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। এরপর সাইফ হাসান ও ইফতিখার আহমেদের ৭৩ রানের জুটি কিছুটা আশার আলো দেখালেও রানআউটে সাইফ (৪১) ফেরার পর ভেঙে পড়ে রংপুর ব্যাটিং।
ইফতিখারও থামেন ৪৬ রানে। শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ৩০ রানের ক্যামিও ইনিংসও হার বাঁচাতে পারেনি। ১৯.৫ ওভারে ১৬৪ রানে অলআউট হয় রংপুর রাইডার্স। গায়ানার হয়ে দক্ষিণ আফ্রিকান পেসার ডোয়াইন প্রিটোরিয়াস নেন সর্বোচ্চ ৩ উইকেট। অধিনায়ক ইমরান তাহির ও গুদাকেশ মোতি শিকার করেন ২টি করে উইকেট।
চলতি আসরে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে এলেও শেষ বাধা পেরোতে পারল না রংপুর রাইডার্স। বিপরীতে নিজেদের মাঠে দর্শকদের সামনে ইতিহাস গড়ে প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতে নিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
আরটিভি/এসকে