images

খেলা / ক্রিকেট

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেলো মায়ামি

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ০৯:৪২ পিএম

ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেটে মায়ামি ব্লেজার্স দলের সাফল্যে আবারও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব আল হাসান। গ্র্যান্ড কেম্যান ফেলকন্সকে ১৩ রানে পরাজিত করে জয় তুলে নিয়েছে মায়ামি।

জিমি পাওয়েল ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে মায়ামি ব্লেজার্স। জবাবে খেলতে নেমে ফেলকন্সরা ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান করতে সক্ষম হয়।

দলের হয়ে ওপেনিংয়ে নেমে ১১ বল খেলে ২৯ রান করেন সাকিব আল হাসান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তোলার চেষ্টা করেন তিনি। মালিন্দা পুষ্পাকুমারাকে উড়িয়ে মারার চেষ্টায় লং অফে ক্যাচ হন সাকিব। 

সাকিবের ভালো শুরুতেই দারুণ ব্যাটিং করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। মাত্র ২২ বল খেলে ৪৫ রান করে দলের স্কোরকে মজবুত করেছেন তিনি। এর ফলে নির্ধারিত ১০ ওভারে মায়ামি ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে।

আরও পড়ুন
GILL_ND_SARA_

শুভমান-সারার প্রেমের গুঞ্জন উসকে দিলো লন্ডনের অনুষ্ঠান

বোলিংয়ে মায়ামির সেরা ছিলেন শিহান জয়াসুরিয়া, যিনি ১৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া সাকিব আল হাসান ২ ওভারে ১৯ রান খরচ করে ১ উইকেট শিকার করেন। মায়ামি ব্লেজার্সের জয়ে সাকিব আল হাসান ব্যাট ও বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

আরটিভি/এসকে/এআর