images

খেলা / ফুটবল

ভুটানের জালে তিন গোল, জয় যাত্রা চলছেই বাঘিনীদের

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৮:৫২ পিএম

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন শিপে প্রথম দেখায় ভুটানকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে দ্বিতীয় দেখায়ও দাপট দেখিয়েছে স্বাগতিকরা। এবার ভুটানকে হারিয়েছে ৩-০ ব্যবধানে, এতে টানা চার ম্যাচে অপরাজিত থাকলো বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে জোড়া গোল করেন তৃষ্ণা। এরপর দলের ব্যবধান ৩-০ করেন স্বপ্না রানী।

প্রথম তিন ম্যাচে প্রতিপক্ষের জাল খুঁজতে ১৪ মিনিটের বেশি সময় লাগেনি বাংলাদেশের। কিন্তু এই ম্যাচে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

ডান পায়ে বক্সের ডান প্রান্ত থেকে দারুণ এক শটে ভুটানের গোলরক্ষক পেমা ইয়াংজুমকে পরাস্ত করেন তৃষ্ণা। তবে তার গোলের থেকেও পাসটা সুন্দর ছিল। মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের রক্ষণে থাকা তিন ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে দারুণ পাসটি দেন স্বপ্না রানী।

আরও পড়ুন
W_eb_Im_ag.jp

মেয়েদের দলবদলে বিশ্বরেকর্ড গড়া কে এই স্মিথ?

৪২ মিনিটে গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিল ভুটান। তবে গোলবার ছেড়ে সামনে এগিয়ে আসা বাংলাদেশি গোলরক্ষক মিলি আক্তারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি নামসেল ওয়াংজুম।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন স্বপ্না। তবে ডি বক্সের বাইরে থেকে বাংলাদেশি মিডফিল্ডারের নেওয়া শটটি সরাসরি ভুটানের গোলরক্ষকের হাতে চলে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলে এড়িয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে নিয়মিত একাদশের বেশ কজনকে নামানোর পর খেলায় ধার বাড়ায় বাংলাদেশ। ৬১ মিনিটে পেনাল্টি পেলে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে স্পটকিক নিয়ে ব্যর্থ হন স্বপ্না। শটটি মারেন গোলবারের বেশ বাইরে। 

পেনাল্টি মিসের ফিরতি মিনিটেই আরেকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মুনকির নেওয়া শটটা অল্পের জন্য বাইরে যাওয়া ব্যবধান আর দ্বিগুণ করা হয়নি। কিন্তু ৬৫ মিনিটে ঠিকই ব্যবধান দ্বিগুণ করেন তৃষ্ণা। প্রতিপক্ষের রক্ষণের ভুলে বল পেয়ে মাটি কামড়ানো শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

৬৮ মিনিটে হ্যাটট্রিকের খুব কাছাকাছি ছিলেন তৃষ্ণা। তবে গোলরক্ষক বরাবর শট নেওয়ায় তা আর হয়নি। অন্যদিকে ৭৪ মিনিটে দূরপাল্লার এক বুলেট শটে পেনাল্টি মিসের প্রায়শ্চিত করেন স্বপ্না। 

মাঝ মাঠের কাছাকাছি থেকে নেওয়া তার শটটা বারে লেগে গোল লাইন অতিক্রম করে। স্বপ্নার করা এমন অপূর্ব গোল সাধারণত বাংলাদেশের ফুটবলে চোখে পড়ে না। ৭৭ মিনিটে হ্যাটট্রিকের আরেকটি সুযোগ পেয়েছিল তৃষ্ণা। 

মুনকির বাড়ানো পাসে শট নিতে দেরি হওয়ায় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল বাইরে চলে যায়। শেষে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

আরটিভি/এসআর