images

খেলা / ফুটবল

সাফ টুর্নামেন্টের মধ্যেই বিশাল দুঃসংবাদ পেল বাঘিনীরা

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৫:৫৮ পিএম

ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন শিপে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ দল। আজ ভুটানের বিপক্ষে মাঠে সন্ধ্যায় মাঠে নামবে স্বাগতিকরা। তার আগে বিশাল দুঃসংবাদ পেয়েছে বাফুফে। তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছে দলের গুরুত্বপূর্ণ সদস্য সাগরিকা।

বুধবার (১৭ জুলাই) বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যাকে এক চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে সাফ। 

নেপালের বিপক্ষে ৫৪ মিনিটে নেপালের ডিফেন্ডার সিমরান ও সাগরিকাকে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। লাল কার্ডে সাধারণত পরের ম্যাচে নিষিদ্ধ থাকেন সংশ্লিষ্ট ফুটবলার। রেফারি, ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে অনেক সময় এই সংক্রান্ত শাস্তির মেয়াদ ও ধরন বৃদ্ধি পায়। 

আরও পড়ুন
Web___Im__ag_20250714_182943284

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ট্রাম্পের বিরুদ্ধে মেডেল চুরির অভিযোগ!

সাফ এক্ষেত্রে বাংলাদেশ ও নেপালের ফুটবলারকে বড় শাস্তি দিয়েছে। দুই ফুটবলারকেই সমান তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫০০ ডলার করে জরিমানা করেছে। 

সাফের এই সিদ্ধান্ত বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কায় বটে। কারণ, টুনামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছেন সাগরিকা। প্রায় প্রতি ম্যাচেই দলের জয়ে বিশেষ ভূমিকা পালন করছেন তিনি। এর মাঝেই তাকে ছাড়া মাঠে নামাটা কঠিন হতে পারে আফিদা-রানীদের জন্য।

সেই সঙ্গে সাগরিকার এই শাস্তি বাফুফের জন্য বড় ধাক্কা। সাগরিকাকে জরিমানা করলেও মূলত বাফুফেকে এই জরিমানা পরিশোধ করতে হবে। 

শাস্তির বিপরীতে আপিল করলে বাফুফেকে আবার কয়েক শ’ ডলার জমা দিতে হবে। তাই বাফুফের আর সেই পথে হাঁটছে না। টুর্নামেন্টের স্বাগতিক হিসেবে সাফ বাফুফেকে আর্থিক অনুদান প্রদান করছে। সেখান থেকেও সমন্বয় হতে পারে এই জরিমানার অঙ্ক। 

ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারবেন না সাগরিকা। ২১ জুলাই নেপাল-বাংলাদেশ ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ফাইনাল হতে পারে। সেই ফাইনালে সাগরিকা ফিরবেন। 

আরটিভি/এসআর