বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৪:৩৭ পিএম
দুবাই ক্যাপিটালসকে হারিয়ে এক ম্যাচ আগেই গ্লোবাল সুপার লিগের ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এবার অস্ট্রেলিয়ার ক্লাব হোবার্ট হ্যারিকেন্সকে হারিয়ে ফাইনালে রংপুরের মুখোমুখি হচ্ছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রথমে ব্যাট করে ১২৫ রানে অলআউট হয়ে যায় হোবার্ট হ্যারিকেন্স। জবাব দিতে নেমে ২১ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গায়ানা অ্যামাজন।
জবাব দিতে নেমে ১৭ রানে ২ উইকেট হারায় গায়ানা।। তবে শিমরন হেটমায়ারের তাণ্ডবে সবকিছু লন্ডভন্ড হয়ে যায় হোবার্টের। ফ্যাবিয়ান অ্যালেনের ওভারে ৫টি ছক্কা হাঁকান ক্যারিবীয় ব্যাটার। বাকি ১ বল থেকে নেন দৌড়ে ২ রান। মোট ৩২ রান আসে ওই ওভার থেকে। এতেই ম্যাচ সম্পূর্ণ গায়ানার নিয়ন্ত্রণে চলে যায়।
অবশেষে ১৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা। ১০ বলে ৩৯ রান করেন হেটমায়ার। এ ছাড়া মঈন আলি করেন ৩৬ বলে ৩০ রান।
এর আগে হোবার্টের হয়ে সর্বোচ্চ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। ২০ বলে ২৮ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া ম্যাকডারমট, নিখিল চৌধুরী এবং মোহাম্মদ নবিরা মিলে করেছে ২১ রান।
উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় ফাইনালে মুখোমুখি হবে গায়ানা ও রংপুর।
আরটিভি/এসআর -টি