images

খেলা / ক্রিকেট

শততম টেস্টে আগুন ঝরিয়ে রেকর্ড বই তোলপাড় স্টার্কের

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ০১:১৭ পিএম

জ্যামাইকা টেস্টে অস্ট্রেলিয়ার দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৭ রানের গুঁটিয়ে গেছে অস্ট্রেলিয়া। তাদের এই বিব্রতকর রেকর্ড গড়ার অপরপ্রান্তে অস্ট্রেলিয়ার হয়ে ইতিহাসগড়া বোলিং করেছেন মিচেল স্টার্ক। 

এই ম্যাচে অনেকগুলো রেকর্ডের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। আসুন এক নজরে দেখে নেওয়া যাক

১৫ বলে স্টার্কের ফাইফা

ক্যারিবীয় ইনিংসের প্রথম ওভারেই ৩ উইকেট তুলে নিয়ে ধসের শুরুটা করেন মিচেল স্টার্ক। আর নিজের ফাইফার তুলতে তিনি খরচ করেছেন মাত্র ১৫ বল। যা টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততম ফাইফার। 

এর আগে ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ার আরেক বোলার আর্নে টোশাক (প্রতিপক্ষ ভারত), ২০১৫ সালে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া) এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড (প্রতিপক্ষ ইংল্যান্ড) ১৯ বলে ফাইফার পেয়েছিলেন। এতদিন যৌথভাবে দ্রুততম ফাইফারের রেকর্ডটি ছিল এই তিনজনের দখলে। 

এ ছাড়া শেন ওয়াটসন ২১, হাগ ট্রাম্বল ২৩, ভারনন ফিলান্ডার ও জশ হ্যাজলউড সমান ২৫ বলে টেস্টে ৫ উইকেট শিকার করেছেন। কিন্তু তাদের সবাইকে পিছনে ফেলেছেন।

আরও পড়ুন
Web_I_mag

বিপিএলকে ‘বিতর্ক’ মুক্ত করতে পরামর্শ দিলেন তামিম-মুশফিকরা 

স্টার্কের সেঞ্চুরি ও ৪০০’র মাইলফরক

জ্যামাইকায় নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন স্টার্ক। আর এই ম্যাচেই ৪০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এক্ষেত্রে তিনি ১৯,০৬২টি বল করেছেন, যা টেস্টে চারশ উইকেট শিকারে দ্বিতীয় দ্রুততম। সামনে আছেন কেবল দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি পেসার ডেল স্টেইন, ৪০০তম উইকেট শিকারের সময় তার ডেলিভারি ছিল ১৬,৬৩৪।

৯ রান খরচ করে ৬ উইকেট স্টার্ক

১৫ বলে ফাইফার পূরণ করার পর আরও একটি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক। আর এই ৬ উইকেট তুলতে এই অজি পেসার খরচ করেছেন মাত্র ৯ রান। যা শততম টেস্টে কোনো বোলারের সেরা বোলিং ফিগার। 

এর আগে নিজের শততম টেস্টে সর্বোচ্চ বোলিং ফিগার ছিল মুত্তিয়া মুরালিধরনের। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে তিনি ওই রেকর্ড গড়েন, যা এতদিন শততম টেস্টের সেরা বোলিং ফিগার ছিল।

এক ওভারে তিন উইকেট

ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই তিন উইকেট নিয়েছিলেন স্টার্ক। ১৯ বছরে এই প্রথম টেস্টের প্রথম ওভারে ৩ উইকেট নেওয়ার এমন কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০০৬ সালে ইরফান পাঠান পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে হ্যাটট্রিকসহ একই রেকর্ড গড়েছিলেন। 

এর আগে ২০১৫ সালেও একবার ক্যারিবীয়দের বিপক্ষে চতুর্থ ইনিংসের প্রথম ওভারে ২ উইকেট নিয়েছিলেন স্টার্ক। ২০০২ সালের পর তিনিই প্রথম বোলার যিনি টেস্টে দু’বার প্রথম ওভারেই দুই বা তার বেশি উইকেট নিয়েছেন।

আরটিভি/এসআর