images

খেলা / টেনিস

উইম্বলডনের নতুন রাজা ইয়ানিক সিনার

সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ০৯:১১ এএম

উইম্বলডনের সেন্টার কোর্টে ইতিহাস গড়লেন ইতালির ইয়ানিক সিনার। চার সেটের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাসকে পরাজিত করে নিজের প্রথম উইম্বলডন শিরোপা জিতে নিয়েছেন ২৩ বছর বয়সী এই ইতালিয়ান। এই জয়ের মাধ্যমে তিনি ঘাসের কোর্টে ইতালির জন্য প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা এনে দিলেন।

রোববারের ফাইনালে ম্যাচের শুরুটা হয়েছিল আলকারাসের দাপটেই। প্রথম সেট ৬-৪ গেমে জিতে প্রত্যাশা তৈরি করেছিলেন স্প্যানিশ তারকা। মনে হচ্ছিল, উইম্বলডনের ইতিহাসে ফেদেরার, সাম্প্রাস, বিয়ন বোর্গের মতো কিংবদন্তিদের কাতারে যুক্ত হতে যাচ্ছেন ২২ বছর বয়সী আলকারাস, যিনি জয়ের পথে ছিলেন টানা তৃতীয় উইম্বলডন শিরোপার দিকে।

কিন্তু সবকিছু বদলে দেন সময়ের অন্যতম ফর্মে থাকা ইয়ানিক সিনার। পরের তিনটি সেটেই ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে আলকারাসকে হারিয়ে দেন তিনি। তার নির্ভুল সার্ভ, ধারালো গ্রাউন্ডস্ট্রোক এবং প্রতিপক্ষকে অপ্রস্তুত করে দেওয়ার কৌশলে ম্যাচের নিয়ন্ত্রণ একচেটিয়াভাবে চলে যায় ইতালিয়ানের দখলে।

মাত্র ৩ ঘণ্টা ৪ মিনিট স্থায়ী এই ফাইনাল ছিল গত মাসের ফ্রেঞ্চ ওপেনের মহাকাব্যিক লড়াইয়ের সম্পূর্ণ বিপরীত। সেই ম্যাচে ৫ ঘণ্টা ২৯ মিনিট লড়াই শেষে জয় পেয়েছিলেন আলকারাস। তবে উইম্বলডনের ফাইনালে দৃশ্যপট বদলে দেন সিনার।

এই ম্যাচের ফলাফল শুধু একটি শিরোপা জয়ের গল্প নয়, বরং এটি জন্ম দিয়েছে নতুন এক যুগের সম্ভাব্য দ্বৈরথের। যেমন এক সময় ফুটবলে মেসি-রোনালদো, বা টেনিসে ফেদেরার-নাদাল-জোকোভিচ ত্রয়ীর দ্বৈরথ বিশ্ব ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, ঠিক তেমনি সময়ের দাবিতে উঠে এসেছে ইয়ানিক সিনার বনাম কার্লোস আলকারাস নাম দুটি।

আরও পড়ুন
RTV_SPORTS

টিভিতে আজকের খেলা

উন্মুক্ত যুগে এই প্রথমবারের মতো একই মৌসুমে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হলেন এই দুই তরুণ। সিনারের জয় ও আলকারাসের হার—এই দ্বৈরথে কে সেরা হবেন, তা সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, টেনিস বিশ্ব পেয়েছে দুই প্রতিভাবান তরুণের অসাধারণ প্রতিদ্বন্দ্বিতা, যা আগামী কয়েক বছর ধরে দর্শকদের মাতিয়ে রাখবে।

আরটিভি/এসকে