images

খেলা / ক্রিকেট

টেস্টে ছক্কার বিশ্ব রেকর্ড পান্তের

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ০৫:৩২ পিএম

চলমান ইংল্যান্ড সফরে দুর্দান্ত ছন্দ রয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। লর্ডস টেস্টেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১২ বলে ৭৪ রানের ইনিংস খেলে রান আউট হন তিনি। তবে এদিন বেশ কিছু কীর্তি গড়েছেন পান্ত।

এদিন দুটি ছক্কা মেরে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় দুই নম্বরে জায়গা করে নেন পান্ত। এই রেকর্ডে রোহিত শার্মার পাশে বসেছেন তিনি। 

১১৬ ইনিংসে ৮৮ ছক্কা মেরে ক্যারিয়ার শেষ করেন রোহিত। মাত্র ৮০ ইনিংস খেলেই সাবেক অধিনায়ককে ছুঁয়ে ফেলেছেন পান্ত।

আরও পড়ুন
ACC

বাংলাদেশেই হতে যাচ্ছে এসিসির সভা

আর তালিকায় সবার উপরে আছেন বীরেন্দর শেবাগ। ১৮০ ইনিংসে ৯১ ছক্কা মারেন সাবেক এই ওপেনার। তবে এই রেকর্ডটা ভেঙে দেওয়া পান্তের জন্য শুধু সময়ের ব্যাপার। 

তবে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা অবশ্য গড়েছেন পান্ত। এখানে তিনি ছাড়িয়ে গেছেন সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন ভিভ রিচার্ডসকে। ইংল্যান্ডের বিপক্ষে ১৫ টেস্টেই পান্তের ৩৬ ছক্কা হয়ে গেছে।

আরটিভি/এসআর