images

খেলা / ফুটবল

নারী ফুটবলারদের বড় সুখবর দিলেন ক্রীড়া উপদেষ্টা

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ০৮:৪৯ পিএম

এশিয়ান কাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। আর এই অর্জনের জন্য নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের মিডিয়া বিভাগ।

আরও পড়ুন
Web_Imag-Recovred

ব্রাজিলের কোচিং প্যানেলে বিশাল ধাক্কা

এর আগে নারী ফুটবলারদের রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে নারী ফুটবলারদের সংবর্ধনা ও নগদ অর্থ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ আরও অনেকে। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বাঘিনীদের শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই ভিড় জমিয়েছিলেন ফুটবল প্রেমীরা।

উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে বিধ্বস্ত করে শতভাগ জয় নিয়ে গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা।এতে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

আরটিভি/এসআর