images

খেলা / ক্রিকেট

৩২ বছর পর রত্নায়েকের পাশে প্রদীপ

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭ , ১১:৩৯ পিএম

ভারতের বিপক্ষে চলমান গল টেস্টের প্রথম ইনিংসে ৩১ ওভারে ১৩২ রানে ৬ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার ডানহাতি পেসার নুয়ান প্রদীপ। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। ক্যারিয়ারে ২৫তম টেস্টে এসে প্রথমবারের মতো ৫ বা ততোধিক উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি।

কীর্তি গড়ার পথে দু’টি রেকর্ডও গড়েছেন প্রদীপ। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে পেসার হিসেবে ইনিংসে সবচে’ বেশি উইকেট শিকার করে যৌথভাবে রুমেশ রত্নায়েকের পাশে নাম লিখিয়েছেন তিনি।

তার আগে ভারতের বিপক্ষে টেস্টে পেসার হিসেবে সবচে’ বেশি উইকেট নিয়েছিলেন একমাত্র রত্নায়েকেই। ১৯৮৫ সালে কলম্বোতে ৪১ ওভারে ৮৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন এ মিডিয়াম পেসার। আর বৃহস্পতিবার রত্নায়েকের পাশে বসলেন প্রদীপ।

এদিন আরো একটি রেকর্ড গড়েছেন এ পেসার। সেখানেই অবশ্য একাই আছেন প্রদীপ। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন তিনি। এতে দিলাহারা ফার্নান্দোকে পেছনে ফেলেছেন এ লঙ্কান। ২০০১ সালে এ গলেই ভারতের বিপক্ষে ২৫ ওভারে ৪২ রানে ৫ উইকেট নিয়েছিলেন ফার্নান্দো।

ডিএইচ