images

খেলা / ফুটবল

বেঙ্গালুরুকে হারালো ১০ জনের আবাহনী

বুধবার, ০৩ মে ২০১৭ , ১০:০৬ পিএম

ভারতের ক্লাব বেঙ্গালুরুকে শেষ পর্যন্ত ২-০ গোলে হারিয়ে দিলো ১০ জনের আবাহনী লিমিটেড। এ জয় দিয়ে এএফসি কাপে প্রথম জয় পেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অতিথি দলটিকে হারায় আবাহনী। এ জয় দিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের মুখ দেখলো তারা। আর তিন ম্যাচ পর প্রথম হারের তিক্ত স্বাদ পেলো বেঙ্গালুরু।

ঘরের মাঠে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে হার দিয়ে এএফসি কাপ শুরু করে আবাহনী। এরপর ভারতের মোহনবাগান ও বেঙ্গালুরুর কাছেও হারে তারা।

হারের হ্যাটট্রিকের পরও গ্রুপের সেরা ক্লাবটিকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিলো আবাহনী। পুরো ম্যাচেই দাপট ছিল তাদের। প্রথমার্ধেও কয়েকটা সুযোগ পায় তারা। তবে তা কাজে লাগাতে পারেনি।

হয়তো কোনো কারণে কম্বিনেশনটা হচ্ছিল। ম্যাচের ৮০ মিনিটে গিয়ে পাল্টে যায় দৃশ্যপট। ওই সময় লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী। এরপরই তেতে উঠে আবাহনী। ১০ জন নিয়েই একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে তোলে আবাহনী। এর ফলও পায় হাতেনাতে।

ম্যাচের ৮৭ মিনিটে প্রথম সাফল্য পায় আবাহনী। ওই সময় দলকে লিড এনে দেন বদলি সা’দ উদ্দিন। এরপর শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে সফরকারী শিবিরে মরণ কামড় দেন রুবেল মিয়া।

এর আগে বেঙ্গালুরুর মাঠ থেকে ২-০ গোলে হেরে আসে আবাহনী। ঘরের মাঠে পেয়ে যেনো ঠিক সেই হারের মধুর প্রতিশোধই নিলো দ্রাগো মামিচের শিষ্যরা।

আবাহনীর বাকি দু’ম্যাচ মোহনবাগান ও মাজিয়ার বিপক্ষে। এ দু’ম্যাচ জিতলে সেরা রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠার কিঞ্চিৎ সম্ভাবনা জাগবে আবাহনীর।

ডিএইচ