বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৪:২৪ পিএম
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া জানান।
সোহেল তাজ লিখেছেন, ‘আমি মনে করি গোপালগঞ্জে ১৬ জুলাই যে হামলা হয়েছে, তার মূল্য উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের (নাহিদ, সারজিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার একটি হীন চেষ্টা।
তিনি আরও লিখেছেন, আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। আত্মউপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক— হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে গিয়েও এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে।
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, সেই সঙ্গে সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালানোর নির্দেশ দিচ্ছে।
আরটিভি/আইএম -টি