images

আইন-বিচার / অন্যান্য

মেয়র মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই (ভিডিও)

রোববার, ১৬ জুলাই ২০১৭ , ১১:৪৩ এএম

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে মেয়র মান্নানের দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

৯ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মেয়র মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন।

এর আগে সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান।

দুর্নীতি দমন কমিশনের এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গ্রহণের পর ৬ জুলাই স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এম এ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

এসএস