জাতীয়
শনিবারের গুরুত্বপূর্ণ সংবাদ
শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ , ১০:৩৬ পিএম
- রাজধানীর আশকোনায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের জঙ্গিবিরোধী অভিযান শেষ, ১ নারী জঙ্গিসহ ২ জন নিহত।
- জঙ্গিরা ভেতরে ভেতরে এখনো সক্রিয়। মাদক-সন্ত্রাস-সাম্প্রদায়িকতা জাতীয় জীবনের প্রধান বিপদ। এগুলো আমাদের জাতীয় জীবন ও রাজনীতিতে আঘাত করে। বললেন ওবায়দুল কাদের।
- নারায়ণগঞ্জে বিএনপির আংশিক বিজয় হয়েছে। বললেন মির্জা ফখরুল।
- বিচার বিভাগকে নিরপেক্ষ রাখতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। বললেন প্রধান বিচারপতি।
- নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী দুর্বল ছিলো। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় তা প্রমাণ হয়ে গেছে। বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ছিলনা। এই নির্বাচনে সরকারদলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি বেশি সুবিধা পেয়েছেন। বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
- বিএনপি ২০১৪ সালের সংসদ নির্বাচনে না এসে ভরাডুবির মধ্যে রয়েছে। নির্বাচনে না এসে যে ভুল করেছে, নারায়নগঞ্জ সিটি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সেই ভুল স্বীকার করেছে। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
- যুদ্ধাপরাধীদের বিচার বা সম্পদ বাজেয়াপ্ত করাই শুধু নয়, তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করতে হবে। পাশাপাশি তাদের সন্তানদের সরকারি চাকরির সুবিধা প্রদান করা যাবে না। বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
- রোববার খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এ দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন।
- জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের শুক্রবারের ভোট মেনে চলবে না ইসরাইল। বললেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত ফিলিস্তিন ভূ-খণ্ডে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৪-০ ভোটে প্রস্তাব পাস হয়।
- ৪০তম জাতীয় অ্যাথলেটিক্সে ১৯ স্বর্ণ, ১৯ রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১১ স্বর্ণসহ ২৬টি পদক জিতে রানার্সআপ বাংলাদেশ নৌবাহিনী। আর ২টি স্বর্ণসহ ৬টি পদক নিয়ে তৃতীয় হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
জেএইচ