images

জাতীয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক-বাণিজ্য চুক্তিবিষয়ক আলোচনা অব্যাহত

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ১০:৩১ এএম

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার শুল্ক-বাণিজ্য চুক্তিবিষয়ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক। 

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টায় ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কার্যালয়ে সাক্ষাৎ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 

আরও পড়ুন
Rtv

নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

এ সময় দুজনের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। উভয় দেশের বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই উঠে আসে।

বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 

এছাড়া, বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইটবিষয়ক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

এদিকে বাংলাদেশ সময় শুক্রবার (১১ জুলাই) রাত ৯টায় উভয় পক্ষ পুনরায় বৈঠকে বসবে বলে জানা গেছে।

আরটিভি/এসআর