সোমবার, ০৩ অক্টোবর ২০১৬ , ০৬:১৬ পিএম
রামপালে বিদ্যুৎকেন্দ্রকে জনবিরোধী উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, জনবিরোধী যেকোনো প্রকল্প প্রতিরোধ করবে আমাদের দল।
সোমবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) গোলটেবিলের আয়োজন করে।
মির্জা ফখরুল বললেন, সরকার বাঁধা আছে। তারা অন্যদেশের স্বার্থে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। কারণ, ক্ষমতায় টিকে আছে অনৈতিকভাবে। যারা তাদের এই অনৈতিক কাজে সাহায্য করেছিল, তাদের স্বার্থকে তারা বজায় রাখছে।
ফখরুল আরো বললেন, রামপাল প্রকল্প জনবিরোধী। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি কখনো আপস করেনি, করবেও না। অন্য কাউকেও আপস করতে দেবে না। বিএনপি দেশের জনগণের পক্ষেই সব সময় কাজ করেছে। জনবিরোধী যেকোনো প্রকল্প প্রতিরোধ করবে।
এইচটি