images

জাতীয়

‘সচেতনতা তৈরি হলে ৮০ ভাগ রোগ কমে যাবে’

বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২ , ০৭:৫৩ পিএম

লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা তৈরি হলে আমাদের ৮০ ভাগ রোগ কমে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদত হোসেন।

বুধবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত কোভিড-১৯ সুরক্ষায় স্বাস্থ্যবিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি। আমেরিকান সেন্টার ফর রিজেনারেটিভ হেলথ উদ্যোগে সেমিনারটি আয়োজন করা হয়। 

শাহাদত হোসেন বলেন, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার কমিয়ে প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। সচেতনতা বাড়লে করোনার মতো বিভিন্ন রোগ প্রতিরোধ করা যাবে। এ জন্য সরকার ২৮৭ কোটি টাকা বরাদ্দ করেছে।

স্বাস্থ্য খাতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ জন্য বাংলাদেশ অনেক আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত করা হয়েছে।

এছাড়া অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশের স্বাস্থ্যখাত অনেক সমৃদ্ধ বলে মন্তব্য করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। 

সেমিনারে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসা বিজ্ঞানী ড. এম মজিবুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

এনএইচ/টিআই