রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৭:২৯ পিএম
বৈশাখ এলেই ঘরে বাইরে উৎসবের আমেজ। বাংলা নববর্ষের প্রথম দিনে সাজের পরিকল্পনায় থাকে নানা ভাবনা—কী পরব, কোনটা আরামদায়ক, আবার কোনটা ট্রেন্ডি! গরমে হাঁসফাঁস না করে বরং এবার বেছে নিন এমন কিছু, যাতে মেলে স্টাইলের সঙ্গে আরামের নিখুঁত ছন্দ।
পোশাকে প্রশান্তির পরশ
এই মৌসুমে সবার আগে ভাবতে হবে আরাম নিয়ে।
টিপস: শাড়ির সঙ্গে কটন ব্লাউজের বদলে এক্সপেরিমেন্ট করুন ছোট কুর্তি বা লম্বা স্লিভলেস কামিজের সঙ্গে।
গয়নায় ঐতিহ্য, গ্ল্যামারে আধুনিকতা
বৈশাখ মানেই বাঙালিয়ানা, আর গয়নায় তার রেশ থাকবেই।
টিপস: একটা বড় দুলই হতে পারে পুরো সাজের স্টার।
মেকআপে থাকুক প্রাকৃতিক উজ্জ্বলতা
ভারি মেকআপ নয়, বরং থাকুক ন্যাচারাল লুক।
টিপস: খোঁপায় গুঁজে নিন রজনীগন্ধা বা গোলাপ, সাজে যোগ হোক প্রাণ।
পায়ে আরাম, চলনে স্টাইল
সাজ যত সুন্দর হোক না কেন, অস্বস্তিকর পাদুকা হলে গোটা দিনটাই মাটি।
অনুষঙ্গে থাকুক স্টাইল স্টেটমেন্ট
সাজের শেষ ছোঁয়া আনবে কিছু স্মার্ট অনুষঙ্গ।
বৈশাখে সাজ হোক এমন—যাতে প্রতিটি মুহূর্তে আপনি থাকেন স্বস্তিতে, আর চারপাশ দেখে বলে ওঠে—কি ক্লাসি! এবারের বৈশাখ হোক আরাম, রুচি আর আভিজাত্যে অনন্য।
আরটিভি/জেএম