images

টেলিভিশন

যে কারণে গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা পাচ্ছেন মৌ শিখা

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০৪:২১ পিএম

টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌ শিখা। কাজ করেছেন অনেক নাটকে। তবে আড়াই মাস ধরে অভিনেত্রীর হাতে কোনো কাজ নেই। বেঁচে থাকাও কঠিন হয়ে যাচ্ছে। সেই আলো ঝলমলে দুনিয়ার আড়ালে দাঁড়িয়ে একটি প্রশ্নে অভিনেত্রীর মনে, তিনি কী এখনও একজন অভিনেত্রী? 

সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি আবেগঘন বার্তায় তুলে ধরেছেন তার মনে জমে থাকা হতাশা। একসময় মাসে বেশির ভাগ সময় অভিনয় নিয়ে ব্যস্ত থাকতেন। বর্তমানে মাসে মাত্র চার-পাঁচ দিন কাজ পান। 

mou_20250726_095115804

অভিনেত্রীর কথায়, আমি মৌ শিখা। অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এতদিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম। সেখানে আড়াই মাস ধরে মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয় শিল্পী?

তিনি যোগ করেন, অভিনয় করেই আমার সংসার চলে। তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও, আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে। হয়তো বলবে আহারে মহিলা তো কত ভালো ছিল, কত সহজ সরল ছিল। কারও সাতপাচে ছিল না। কারো সামনে পিছনে ছিল না। আহারে মহিলাটার আত্মার শান্তি পাক। কিন্তু তাতে কি লাভ হবে? আমার বেঁচে থাকতে তো দরকার। বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার কাজের আমার মূল্যায়ন হচ্ছে। কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারবো?

517394742_1564571791588563_8575451749686666713_n

এরপর আরও বলেন, আমি জানি না! তবে আমার অনুরোধ আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও কোনো দরকার নেই। হঠাৎ করে কেন কাজ কমে গেল? কেন আমাকে ডিরেক্টররা ডাকছেন না? কেন মনে করছেন না তাদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব। আমি তো আমার রেমুনারেশন বাড়াইনি। ২৫ বছর যাবত মিডিয়ায় আছি এখনও আমার রেমুনারেশন ও খুব একটা বেশী না। 

সবশেষে মৌ বলনে, যাইহোক, যে কয়দিন বাঁচি কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন। আমার সহকর্মী যারা আছেন তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন আল্লাহ সহায় আছে।

আরটিভি/এএ