images

সিনেমা

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ১২:১১ পিএম

দক্ষিণী চলচ্চিত্র জগতে নেমে এসেছে ফের শোকের ছায়া। পরিচালক পা রঞ্জিতের আসন্ন সিনেমা ‘ভেত্তুভম’-এর শুটিং চলাকালীন ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খ্যাতিমান স্টান্টম্যান মোহনরাজ ওরফে রাজু। শনিবার (১৩ জুলাই) ভারতের নাগাপট্টিনমে এই দুর্ঘটনা ঘটে। 

শনিবার (১৩ জুলাই) সিনেমার একটি ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণের সময় একটি গাড়ি র‍্যাম্পের ওপর দিয়ে ছুটে যাওয়ার কথা ছিল। কিন্তু র‍্যাম্পে ওঠার পরপরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বিকট শব্দে মাটিতে সজোরে আছড়ে পড়ে। এতে গাড়ির সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই শোকাহত ও স্তম্ভিত। ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পরপরই সেটে উপস্থিত অন্যান্য সদস্যরা দৌড়ে এসে গাড়ির ভিতর থেকে রাজুকে টেনে বের করেন। প্রথমে ধারণা করা হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজুর মৃত্যু হয়েছে। তবে ভিডিও দেখে স্পষ্ট, দুর্ঘটনার অভিঘাতেই তার প্রাণহানি ঘটে।

Screenshot_2025-07-13_172731

স্টান্টম্যান রাজুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দক্ষিণী তারকা বিশাল। তিনি এক্স (টুইটার)-এ শোক জানিয়ে লেখেন, এটা বিশ্বাস করা খুবই কঠিন। গাড়ি টপকে যাওয়ার দৃশ্য করতে গিয়ে স্টান্টম্যান রাজু মারা গেছেন। আমি তাকে বহু বছর ধরে চিনি। তিনি আমার বহু সিনেমায় ঝুঁকিপূর্ণ স্টান্ট করেছেন। সত্যিই খুব সাহসী একজন মানুষ ছিলেন। রাজুর পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সিনেমার পর্দার পেছনের সেই বীরদের— যারা জীবনের ঝুঁকি নিয়ে দর্শকদের রোমাঞ্চিত করতে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েন বিপজ্জনক দৃশ্যগুলোতে।

আরটিভি/এএ