images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

এক গানে কুমার শানু-পড়শি

বুধবার, ২৪ জুলাই ২০১৯ , ০৭:০৩ পিএম

উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে কণ্ঠ মেলাবেন পড়শি। এরই মধ্যে ‘মনের গহীনে’ শিরোনামের গানটিতে কলকাতায় কণ্ঠ দিয়েছেন কুমার শানু। 

আর পড়শি সেই গানে কণ্ঠ মেলাবেন মগবাজারের একটি স্টুডিওতে।

জানা গেছে, কলকাতার শ্রী প্রীতমের সুর ও সঙ্গীতে এই গান নিয়ে একটি টেলিছবি তৈরি হবে। গানের শিরোনামে টেলিছবিটি পরিচালনা করবেন এ আর শাহমির।

এ ব্যাপারে পড়শি বলেন, কুমার শানুর সঙ্গে গান গাওয়ার স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে। গানের কথা ও সুর দারুণ। শ্রোতাদের ভালো লাগবে বলে আমি আশা করি। 

আরো পড়ুন :

এম