images

বিনোদন / বলিউড

বুলডোজার নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় রাখি!

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫৮ এএম

বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপরই বিতর্কিত কাজ কিংবা বিভিন্ন মন্তব্য করে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধহস্ত রাখি। এবার ফের আলোচনায় এসেছেন বলিউডের এই মিরচি গার্ল।

সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা যায় রাখি তার শ্বশুরবাড়ি এলাকায় বুলডোজারে চড়ে হাজির হয়েছেন। বুলডোজারের ওপর দাঁড়িয়ে থাকা রাখির পরনে রয়েছে সাদা কুর্তা। পাশে রয়েছে এক পুরুষ বন্ধু।

কিন্তু কী কারণে তিনি বুলডোজোর নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় গেছেন, তা এখনও অজানা।

                                              বুলডোজারের ওপর দাঁড়িয়ে রাখি ও তার বন্ধু। ছবি : সংগৃহীত

যদিও অভিনেত্রীর এই ভিডিও দেখে অনেকে মজা করে বলেছেন, ‘জঞ্জাল পরিষ্কার করাই তো বুলডোজারের কাজ। তিনি সেটাই করছেন।’ কেউ কেউ আবার ‘ডাইনি’ বলেছেন। 

২০২২ সালে মুসলিম রিতি মেনে মাইসুরুর ব্যবসায়ী আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যে স্বামীর সঙ্গে মনোমালিন্য শুরু হয়। একপর্যায়ে স্বামীর বিরুদ্ধে প্রতারণাসহ একগুচ্ছ অভিযোগ আনেন রাখি। এজন্য আদিলকে জেলেও যেতে হয়েছে।

সূত্র : আনন্দবাজার

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)