images

বিনোদন / সিনেমা

মলি পিটার্স আর নেই

বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭ , ০৭:৪২ পিএম

বিখ্যাত ‘জেমস বন্ড’ সিরিজের চতুর্থ ‘থান্ডারবল’ কিস্তির ছবির  বন্ডকন্যার ভূমিকায় অভিনয় করা মলি পিটার্স আর নেই।

১৯৬৫ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এ ছবির মাধ্যমে বেশ আলোচনায় এসেছিলেন তিনি।

তিনি প্রথম বন্ডকন্যা, যিনি পর্দায় নগ্ন হয়েছিলেন। ৭৫ বছর বয়সী এ বন্ডকন্যা মারা যান গত মঙ্গলবার।

‘জেমস বন্ড’র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে প্রথম তার মৃত্যুর খবর জানানো হয়।

কিছুদিন আগেই জেমস বন্ড খ্যাত স্যার রজার মুর মারা যান।

 

এইচএম