images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

মা হলেন রন্টি দাস

বুধবার, ১৭ মে ২০১৭ , ০৬:০৩ পিএম

সঙ্গীতশিল্পী রন্টি দাস মা হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে রন্টির ছেলে ভুমিষ্ট হয়। সন্তানের নাম রাখা হয়েছে আরশ। 
 
২০১১ সালের আগস্ট মাসে ব্যবসায়ী গোলাম মোহাম্মদ আবেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রন্টি দাস। 

২০১৩ সালের ১৪ এপ্রিল তার কোল আলোকিত করে একটি কন্যাসন্তান আসে। চার বছরের ব্যবধানে এবার পুত্রসন্তানের মা হলেন তিনি।

রন্টি বলেন, ‌‘আমার মেয়ে তার ভাইকে পেয়ে খুব খুশি। সবাই দোয়া করবেন।’

সংসারের ব্যস্ততার মাঝেও তিনি প্লে-ব্যাক করেছেন ভালোবাসার রঙ, তোমায় আমি ভালোবাসি, পায়রাসহ বেশকিছু ছবিতে। এছাড়াও স্টেজ শো ও অ্যালবামেও তার ব্যস্ততা রয়েছে।

এইচএম