images

ক্যাম্পাস

১০ মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের প্রমাণ মিলল ছাত্রলীগ কর্মীর ফোনে

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১০:১০ পিএম

নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বহিরাগত এক কর্মীকে আটক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে অন্তত ১০ থেকে ১২টি মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কেরও প্রমাণ পাওয়া গেছে।

সোমবার (২৮ জুলাই) রাতে বিজয়-২৪ হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া দিদারুল ইসলাম শুভ (২৫) ফেনীর দাগনভূঞা উপজেলার করমাউল্লাপুর গ্রামের নুরুল ইসলাম চৌধুরীর ছেলে।

প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, দিদারুল ইসলাম শুভ ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাধিক গোপন অনলাইন গ্রুপের সদস্য ছিলেন। এসব গ্রুপে নানাবিধ বিভ্রান্তিকর ও উসকানিমূলক প্রপাগাণ্ডা ছড়ানো হতো। 

আরও পড়ুন
85451515

চবির ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার

গোপন তথ্য, পোস্ট ও কথোপকথনের ভিত্তিতে প্রশাসনের ধারণা, তার বিরুদ্ধে নাশকতামূলক পরিকল্পনার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। হৃদয়ে ৭১ নামে একটি গ্রুপে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের পরিকল্পনাও করা হয়। 

সেখানের একটি মেসেজে বলা হয়, ‌আগামী মাসের ২০ তারিখ পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ রইল, প্রশাসনের নজর থেকে নিজেকে যতটা বাচিয়ে রাখা যায়, সবাইকে সাবধান করে দিন। অবৈধ সরকারকে উৎখাতে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী মাসে ১১ দিন যেকোনো দিন যেকোনো সময় কর্মসূচি দিতে পারে। ইউনূস সরকার এই বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ হুঁশিয়ারি দিয়েছে। আগামী ১১ দিন সবাই নিজেদের হেফাজত রাখুন এবং অন্যকে সচেতন করুন।

নিষিদ্ধ সংগঠন চবি ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হল রুবেলের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হতো। মেসেঞ্জারে চবির নানা তথ্য রুবেলকে শেয়ার করার পাশাপাশি বিভিন্ন জায়গার অন্তত ১০ থেকে ১২টি মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কেরও প্রমাণ মেলে। 

তার ফোনে হাজারখানেক আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া যায়। এ ছাড়া এনআইডি ও জন্মনিবন্ধন জালিয়াতির মতো প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ বলেন, হল থেকে জোরপূর্বক একজনকে তুলে নেওয়ার অভিযোগ পেলে আমরা তাকে আটক করি। পরে জিজ্ঞাসাবাদে ও তার মোবাইল চেক করে নানা রকম চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। 

তিনি আরও বলেন, সে অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে আপত্তিকর ভিডিও ধারণ করে। এছাড়াও সে বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন আইনগত ব্যবস্থা নেবেন।

আরটিভি/এসআর/আইএম