images

অর্থনীতি

শপিং মলগুলোতে চলছে পহেলা বৈশাখের শেষ প্রস্তুতি

বুধবার, ১২ এপ্রিল ২০১৭ , ০১:১৮ পিএম

পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট রাজধানীর শপিং মলগুলো। পুরনো জীর্ণতাকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করতে নগরবাসী এখন হন্যে হয়ে ছুটছেন দেশীয় ফ্যাশন হাউজগুলোতে।

বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে নতুন পোশাক কেনাও যেন অবধারিত হয়ে গেছে। বৈশাখে বাঙ্গালিয়ানার সাজে নারীদের পোশাকে শাড়ির বিকল্প নেই। বাহারি রংয়ের সুতি, দেশীয় তাঁত ও টাঙ্গাইল শাড়ি। তবে এবার বৈশাখে দেশীয় সিল্ক শাড়ির কদরই বেশি। এছাড়া ডিজাইনে উঠে এসেছে বাংলার লোকজ সংস্কৃতি।

সালোয়ার কামিজের ক্ষেত্রে কাটিং এ রয়েছে ভিন্নতা। লাল সাদার পাশাপাশি সাদার সঙ্গে কমলা, হলুদ, সবুজ নীলের রং সমন্বয়ের ডিজাইনও রয়েছে। পাওয়া যাচ্ছে শিশুদের সালোয়ার কামিজ ও শাড়ি।

ছেলেদের পাঞ্জাবির ক্ষেত্রে চলছে, সাদা সুতির পাঞ্জাবি। এছাড়া রয়েছে বিভিন্ন উজ্জ্বল রং এর সুতি ও সিল্কের পাঞ্জাবি। তবে এবার লাল ও বাসন্তী রং এর পাঞ্জাবিই বেশি চলছে।

তবে দেশীয় ফ্যাশন হাউজগুলো আবহাওয়া অনুযায়ী কাপড়, ক্রেতাদের পছন্দের রং ও  দেশীয় ঐতিহ্যের কথা বিবেচনা করে এবারের বৈশাখী পোশাকের আয়োজন করেছে।

তবে ক্রেতাদের আকৃষ্ট করতে পরিবারের সব সদস্যদের একই ডিজাইনের পোশাক এনেছেন বেশ কয়েকটি ফ্যাশন হাউজ।

আরকে/ওয়াই