বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০১৭ , ০৬:০১ পিএম
একমাস পার না হতেই ফের বরখাস্ত করা হয়েছে গাজীপুরের মেয়র এম এ মান্নানকে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বিএনপি সমর্থিত এ মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় আইন অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
২০১৫ সালের ১৯ আগস্ট বিএনপি নেতা মান্নানের বিরুদ্ধে নাশকতা মামলার অভিযোগপত্র গৃহীত হবার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। অবশ্য হাইকোর্টে ওই আদেশ স্থগিত হলে পদ ফিরে পান তিনি।
তবে বিএনপি এ নেতার বিরুদ্ধে আরেকটি মামলার অভিযোগপত্র গৃহীত হলে গেলো বছরের ১৮ এপ্রিল দ্বিতীয়বারের মতো তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে ফের নিজের পক্ষেই আদেশ পান মান্নান। গেলো ১৮ জুন মেয়রের চেয়ারে বসেন তিনি। কিন্তু চেয়ারে বসার ১৮ দিনের মধ্যে তাকে ফের বরখাস্ত করা হলো।
কে/সি