images

দেশজুড়ে

এমপি হত্যায় সুন্দরগঞ্জে চলছে হরতাল [ভিডিও]

রোববার, ০১ জানুয়ারি ২০১৭ , ১০:০৯ এএম

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ শহরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রোববার সকাল থেকে এ হরতাল পালিত হচ্ছে।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।  হরতালে বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

শনিবার সন্ধ্যায় বামনডাঙ্গার মাস্টারপাড়ায় এমপি লিটনের নিজ বাড়িতে তিনজন মুখোশ ধারী যুবক তাকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় এমপিকে গুরুতর অবস্থায় রমেক হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।

রমেক হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক বিমল চন্দ্র সরকার  জানান, বুকে, হাতে ও পায়ে ৫ টি গুলি করে তাকে হত্যা করা হয়।

এসএস