images

দেশজুড়ে

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬ , ০৯:৩৮ এএম

ঘন কুয়াশায় বন্ধ রয়েছে  মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল। আজ বুধবার ভোর থেকে কুয়াশা বাড়তে থাকলে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বুধবার সকালে লৌহজংয়ে বিআইডব্লিওটিসি'র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি বলেন, ভোর সাড়ে ৫টা থেকে ফেরিগুলো বন্ধ রয়েছে।
১৪টি ফেরি সচল থাকলেও ঘন কুয়াশায় ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। নিরাপত্তার স্বার্থে ফেরিগুলো বন্ধ করে দেয়া হয়।  কুয়াশা কমলে ফেরি চালু করা হবে।

এসএস