বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১১:৪১ এএম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দলীয় কার্যালয়ের ভাড়া চাইতে গিয়ে জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের এক দোকানমালিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া এবং সাদ্দাম হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমদী বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার দায়ে দলীয় নির্দেশে তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে বুধবার সকালে ভাড়া চাইতে গেলে মাহমুদপুর ইউনিয়নের তোতা মেম্বারসহ ৬ থেকে ৭ জন জাহাঙ্গীর ভূঁইয়াকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাসেল বলেন, সকালে আমার বাবা দলীয় অফিসের ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার, তার ছেলে খোকন, রাসেল, বেণু হাজির ছেলে আলম ও সাদ্দামসহ কয়েকজন মিলে তাকে মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।
আরটিভি/এমকে