বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০৯:১৪ এএম
সাভারে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাসান রাসেল (২২) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া।
নিহত হাসান রাসেল কুড়িগ্রামের নাগেশ্বরীর শহীদ আলীর ছেলে। সাভারের শোভাপুর মেসে থেকে চাকরি করতেন তিনি।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ব্রিজসংলগ্ন এলাকা থেকে ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পথচারীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেন। মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে সেগুলো ছুরিকাঘাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে বলেও জানান ওসি।
আরটিভি/এমকে