images

দেশজুড়ে

পাহাড়ি ঢলে ডুবছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু!

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ০৫:১২ পিএম

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। পানি বৃদ্ধি পাওয়ায় ডুবতে শুরু করেছে রাঙ্গামাটির পর্যটন শিল্পের আইকন খ্যাত ঝুলন্ত সেতুটি। ফলে সেতুতে চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এমন চিত্র দেখা যায়। 

পর্যটন ঘাটের বোট চালক সমিতির নেতা মো. সালাউদ্দিন জানান, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে দু-একদিনের মধ্যে পুরো সেতু ডুবে যাবে। এই সেতুটি ডুবে গেলে পর্যটন খাতের ব্যবসায় ধস নেমে আসে।

0ac8b86fc775390652c5744848710055e97f87a77923aff7

অন্যদিকে পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে।

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, এ সময় হ্রদে পানি থাকার কথা ৮৮.৪৯ এমএসএল। হ্রদে পানি রয়েছে ১০.৫.২৬ এমএসএল। ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২১৮ মেগাওয়াট।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল হলেও ১০৫ এমএসএল হলেই প্রতি বছর ঝুলন্ত সেতুটি ডুবে যায়। বিভিন্ন উন্নয়ন সংস্থা সেতুটি সংস্কারের উদ্যোগের কথা বললেও কার্যকর কোনো ভূমিকা চোখে পড়েনি।

আরটিভি/এমএ/আইএম