রোববার, ২৭ জুলাই ২০২৫ , ০৬:২৬ পিএম
ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনার আরও একজনের মৃত্যু হয়েছে। বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের উত্তর হেউলিবুনিয়া গ্রামের বিথি আক্তার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৩৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৫০ জন।
রোববার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৩২ জন, বামনা ২ জন, পাথরঘাটায় ২ জন ও তালতলীতে ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১১৭ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৮২ জন, আমতলী ৫ জন, বেতাগী ২ জন, বামনা ৯ জন, পাথরঘাটা ৬ জন এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৩ হাজার ৯৭৭ জন, তালতলী ১০৬ জন, বামনা ১৬৪ জন, বেতাগী ৫৬ জন, আমতলী ৫৬ জন এবং পাথরঘাটা উপজেলায় ২৯১ জন আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৯ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।
আরটিভি/এমকে