images

দেশজুড়ে

টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ১২:৩৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। ট্রাক প্রতীকে নির্বাচন করতে যাওয়া এ দলের পক্ষ থেকে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান।

সম্প্রতি ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতার এ ঘোষণা দেওয়া হয়।

গোপালপুর উপজেলার হেমনগর এলাকায় জন্ম নেওয়া শাকিল উজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে জাতীয় পর্যায়ে তার সাহসী নেতৃত্ব ছিল দৃশ্যমান।

দলীয় সূত্রে জানা যায়, আগামীতে ধাপে ধাপে দেশের সব আসনে প্রার্থী তালিকা প্রকাশ করবে গণঅধিকার পরিষদ। তরুণ নেতৃত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে এ প্রার্থী তালিকা জনসমক্ষে আনা হয়েছে।

নিজ এলাকার প্রসঙ্গে শাকিল উজ্জামান বলেন, গোপালপুর-ভূঞাপুর শুধু দুটি উপজেলার নাম নয়, এটি আমার অস্তিত্বের ঠিকানা। এখানেই আমার জন্ম ও বেড়ে ওঠা। এ মাটির মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের সময় গুম, নির্যাতন ও কারাভোগের শিকার হয়েছি। তখন এই এলাকার মানুষ আমার মুক্তির দাবিতে রাজপথে দাঁড়িয়েছিল। এই ঋণ কখনও শোধ হওয়ার নয়।

শাকিল উজ্জামান আরও বলেন, গণঅধিকার পরিষদ হলো তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক শক্তি, যারা ভয়কে জয় করে মানুষের অধিকার রক্ষায় রাজপথে থেকেছে। যখন অনেক রাজনৈতিক দল নিশ্চুপ ছিল, তখন আমরাই আন্দোলনের মশাল জ্বালিয়েছি।

আরটিভি/এমকে