images

দেশজুড়ে

নৌকাডুবিতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১২:১৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে মকশ বিলে নৌকা ডুবে পাঁচ বন্ধুর মধ্যে তিনজন নিখোঁজের ১৭ ঘণ্টা পর আজ সকাল সাড়ে আটটায় রফিকুল ইসলাম নামে একজন উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই বন্ধু। তারা চলতি বছর এসএসসি পাস করেছে।    

সাভার ডুবুরি দল ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে, শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় নৌকাটি ডুবে তিনজন নিখোঁজ হয়।

শনিবার (২৬ জুলাই) সকাল থেকে উপজেলার সিনাবহ মকশ বিলে এ উদ্ধার কাজ পরিচালনা করেছেন ডুবুরি দল।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে শুক্রবার সকালে ইব্রাহিম তার খালার বাড়ি কালিয়াকৈর উপজেলার সূরিচালা এলাকায় বেড়াতে আসেন। বিকেল ৪টার দিকে ইব্রাহীম ও তার খালাতো ভাই শিমুলসহ পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা নিয়ে উপজেলার মকশ বিলে ঘুরতে বের হয়। এ সময় বাতাসে বিলের পানিতে অনেক ঢেউয়ের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের নৌকা ডুবে যায়। এ সময় দুই বন্ধু সাঁতরিয়ে বেঁচে যায়। বাকি তিন বন্ধু নদী থেকে উঠতে পারিনি। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত আটটা পর্যন্ত উদ্ধার কাজ চালায়। রাত বেশি হওয়ায় উত্তর কাজ বন্ধ করে তারা চলে যায়। শনিবার সকাল সাড়ে সাতটা থেকে সাভার ডুবুরি দল ও ফায়ার সার্ভিস কর্মীরা ফের উদ্ধার কাজ শুরু করে। এরপর ইসলাম নামে একজনকে উদ্ধার করা হয়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, গতকাল পাঁচ বন্ধু মিলে নৌকা যুগে মকশ বিলে বেড়াতে এসে নিখোঁজ হয়। সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা চৌধুরী ইফতেখার রায়হানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দেননি। বক্তব্য না দিয়ে তিনি সাংবাদিকদের এক ঘণ্টা পর আসার কথা জানান।

আরটিভি/এমএ/এস