শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ০৬:০১ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্টটা আবার অপরাজনীতি শুরু করেছে। গত ১৭ বছর যারা দুর্নীতি-দুঃশাসন এবং গুম-খুনের সঙ্গে জড়িত ছিল তারা এই দুর্ঘটনায় শোকাবহ যে পরিস্থিতি, সেদিকে তাদের নজর তো ছিলই না, বরং পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আরেকটা ষড়যন্ত্র শুরু করেছে। কোনোভাবেই ফ্যাসিস্টরা যেন আরও সুযোগ না পায়, সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাপুর গ্রামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড়ানোর ঘটনায় প্রশ্ন তুলে শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি একটা জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের কোনো সুযোগ নাই, এবং এটি স্থানও না। ভবিষ্যতে আরও সতর্ক হতে হবে যে প্রকৃতভাবে প্রশিক্ষণ কোথায় হওয়া উচিত। যে কারণে দুর্ঘটনাটি ঘটেছে- সেটি তদন্ত করে প্রকৃত তথ্য দেশবাসীর সামনে উত্থাপন করার পাশাপাশি কোনে করণীয় থাকলে করার দাবি জানান তিনি।
পরে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি।
এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি এ বি এম মোমিনুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ