images

দেশজুড়ে

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ১০:৫৫ পিএম

দিনাজপুরের হিলি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করে বিজিবি। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার অসিম কুমার বলেন, মাদকের একটি চালান দেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের ফকিরপাড়া এলাকায় অবস্থান নেয়। ভোররাতের দিকে দুজন চোরাকারবারি বস্তা কাঁধে নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসতে থাকে। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিলে বস্তা ফেলে আবারো ভারতে পালিয়ে যায়। পরে সেখান থেকে বস্তা দুটি উদ্ধার করে তার ভেতর হতে ফেনসিডিল ৭৪ বোতল, ৩ বোতল মদ, এম্পোল ৮ হাজার ৫৫০ পিস উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ১৬ হাজার ৬শ টাকা। 

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

আরটিভি/এমকে