images

দেশজুড়ে

‘আপ বাংলাদেশ’ পটুয়াখালী জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ০৫:৫৭ পিএম

জনগণের অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের প্রত্যয় নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’ পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। বুধবার রাতে ৬৭ সদস্যের এ কমিটির নাম ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর মুখপাত্র হিসেবে শাহরিন সুলতানা ইরা।

দলটির প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশক্রমে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ কর্তৃক এই কমিটি অনুমোদিত হয়। এতে জহিরুল ইসলাম অমি আহ্বায়ক এবং সাইফ আল ইমরান সদস্য সচিব নিযুক্ত হয়েছেন।

555555

যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন মো. রাব্বি রহমান, রেদোয়ান, আহমেদ, সুবর্ণা জিপু ও মো. নেছার উদ্দিন এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আবু হাসান মিলন, মো. রাব্বি হাসান, মুসফিকা আক্তার এবং জান্নাতুল ফেরদৌস। এ ছাড়াও কমিটিতে আরো ৫৭ জন সদস্য রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ‘আপ বাংলাদেশ’ বিশ্বাস করে স্থানীয় সমস্যা সমাধানের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব। এই কমিটি পটুয়াখালীর জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নে কাজ করবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরটিভি/এমকে