বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ০২:৫০ এএম
খুলনার রূপসা ঘাটে দুই পন্টুনের মাঝ থেকে নদীতে পড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রুপসা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আবুল খায়ের।
বুধবার (২৩ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘাট এলাকায় উত্তেজনা দেখা দেয়। সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় পারাপার। পরে নৌ পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে নদী পার হওয়ার জন্য স্বজনদের সাথে ঘাটে এসেছিল শিশুটি। এ সময় পা পিছলে পড়ে যায় সে। ত্রিশ থেকে চল্লিশ মিনিট খোঁজাখুঁজির পরে তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করলেও রুপসা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আবুল খায়ের জানান, হাসপাতাল কর্তৃপক্ষ কেউ শিশুটির পরিচয় জানাতে পারেনি। কারণ হাসপাতালে নিয়ে মৃত শোনার সাথে সাথেই পরিবারের সদস্যরা নাম ঠিকানা না বলেই মরদেহ নিয়ে চলে যান।
আরটিভি/কেএইচ