images

দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে সাপের ছোবলে ২ নারীর মৃত্যু

বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ০৮:৪৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পৃথক দুটি ঘটনায় সাপের ছোবলে দুই নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৩ জুলাই) সকালে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের আব্দুল্লাহিল কাফির স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও কসবা ইউনিয়নের রেললাইনপাড়ার শাজাহানের স্ত্রী লতিফা বেগম (৪৫)।

নাচোল থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, ভোর সাড়ে ৫টার দিকে শাহিদা বেগম বাড়ির উঠোনে বটি ধার দিচ্ছিলেন। এ সময় একটি গোখরো সাপ তাকে দংশন করে। পরে তাকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হলে ওঝা ঝাড়ফুঁক করে বাড়ি পাঠিয়ে দেন। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, লতিফা বেগমকে সাপে কামড় দেওয়ার পর প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুই ঘটনাতেই বিষাক্ত গোখরো সাপ দংশন করে। পরে সাপ দুটিকে মেরে ফেলা হয়।

আরটিভি/এএএ - টি