images

দেশজুড়ে / অন্যান্য

‘মোংলা বন্দরের ব্যবহার বাড়ালে চট্টগ্রামের পথে যানজট কমবে’

বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ০৩:০২ এএম

দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার ব্যবহার বাড়াতে পারলে চট্টগ্রাম বন্দরের পথে যানজট কমবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

মঙ্গলবার (২২ জুলাই) মোংলা কাস্টম হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কাস্টমস কর্মকর্তা ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আগে মোংলা বন্দর জেটি পরিদর্শন করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে পারলে চট্টগ্রাম বন্দরের পথে যানজট কমবে। এর ফলে চট্টগ্রাম বন্দরের খরচ কমবে এবং ব্যবহারকারীরা সুবিধা পাবেন। চট্টগ্রাম বন্দরের পরিচালনাও সহজ হবে। 

এনবিআর মোংলা কাস্টম হাউসের পরিচালন ক্ষমতার আরও বেশি ব্যবহার করতে চায় জানিয়ে আবদুর রহমান খান বলেন, চট্টগ্রাম বন্দরের যে ধরনের ব্যবহার, ব্যস্ততা, সেই হিসাবে মোংলা বন্দরের ব্যবহার খুবই কম। সব গাড়ি মোংলায় আনা যায় কিনা, সে বিষয়ে গাড়ি ব্যবসায়ীদের সঙ্গে কয়েকবার আলোচনা হয়েছে। আরও আলোচনা করা হবে। এখানে এলে ব্যবসায়ীরা সহজে সেবা পাবেন। এতে ব্যবসায়ীরা উপকৃত হলে তারা যেন এ বন্দর ব্যবহার বাড়ান। 

সব কিছু বুঝে-শুনে ব্যবস্থা নেওয়া তার এই সফরের মূল উদ্দেশ্য উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, গত তিন মাস বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন আমরা বুঝতে চাই মাঠ পর্যায়ে কী কী সমস্যা আছে। মোংলা বন্দরের সক্ষমতা সম্পর্কে জানা, কতটুকু লোড আরও নিতে পারবে তা জানা আমাদের উদ্দেশ্য। পোর্টের ব্যবহার আরও কীভাবে বাড়ানো যায়, ব্যবহারকারীদের কী ধরনের সমস্যা হচ্ছে এবং একই সঙ্গে এখানে কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা জানতে তিনি বৈঠক করেছেন। 

মতবিনিময় উপস্থিত ছিলেন সভায় এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মো. মোয়াজ্জেম হোসেন, মোংলা কাস্টম হাউসের কমিশনার মু. সফিউজ্জামান, মোংলা বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোশারফ হোসেন প্রমুখ।

আরটিভি/কেএইচ