মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ০৯:৪০ পিএম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে পাট জাগ দিতে নেমে পানিতে ডুবে জাহিদুল ইসলাম (৪৫) ও জিহাদ (৯) নামে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৬টায় চাঁদপুর ইউনিয়নের জঙ্গলই গ্রামের কালীগঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত জাহিদুল ওই এলাকার রফি মণ্ডলের ছেলে ও কুষ্টিয়া পল্লী ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কার্যালয়ের কর্মচারী। তার ছেলে জিহাদ জংগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, জাহিদুল ছেলে জিহাদকে নিয়ে বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদীতে পাট জাগ দেওয়া শেষে ছেলেকে কাঁধে নিয়ে নদীর মাঝ থেকে তীরে ফিরছিলেন। এ সময় হঠাৎ বাবা ও ছেলে নদীতে ডুবে যান।
নদীর তীরে থাকা ফয়জুল হক (৬৫) নামে এক ব্যক্তি বাবা ছেলের ডুবে যাওয়া দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। তারা প্রায় দেড় ঘণ্টা নদীতে খোঁজাখুঁজির পর প্রথমে ছেলে জিহাদ পরে একইস্থান থেকে তার বাবা জাহিদুলের মরদেহ উদ্ধার করেন।
কুমারখালী থানার পরিদর্শক তদন্ত আমিরুল ইসলাম জানান, বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরটিভি/এএএ