বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১০:৩০ পিএম
পাবনার সাঁথিয়া থেকে প্রায় ৪২ কিলোমিটার ইছামতী নদীতে প্রথম পর্যায়ে কচুরিপানা অপসারণের কাজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে সাঁথিয়া উপজেলার আফতাবনগর এলাকায় কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেন ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ।
পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় আই-৩ (ইছামতি নদী) ৪২ কিলোমিটার প্রধান সেচ খালের মধ্যে ৫ কিলোমিটার নদীর কচুরিপানা প্রথম পর্যায়ে অপসারণ করা হবে। পর্যায়ক্রমে পুরো নদীর কচুরিপানা অপসারণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বেড়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হায়দার আলী, উপসহকারী প্রকৌশলী আব্দুল খালেক, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরটিভি/এএএ -টি