images

দেশজুড়ে

নদীতে ডুবে যুবকের মৃত্যু

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ১১:১৯ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রদীপ রায় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রদীপ ঘিডোব গ্রামের গ্রামে আনন্দ মোহন রায়ের ছেলে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বিকেলের দিকে বাড়ির পাশে টাঙ্গন নদীতে গোসল করতে যান প্রদীপ। এ সময় তিনি পানিতে তলিয়ে যান। এলাকার লোকজন খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করেন। এ ঘটনায় পীরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরটিভি/এএএ/এআর