images

দেশজুড়ে

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০৩:০২ পিএম

দিনাজপুর-রংপুর মহাসড়কে ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে লিপি রানী রায় (২১) নামে এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ফতেজংপুর এলাকায় বালুবাহী এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান।
 
নিহত লিপি রানী রায় চিরিরবন্দর উপজেলার আলোকডিহি গ্রামের জীবন রায়ের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে যাওয়ার পথে লিপি রানী মোটরসাইকেলে করে ফতেজংপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তার কোমর থেকে পা পর্যন্ত থেতলে যায়।
 
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রংপুরের তারাগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, লিপি রানী রায় জেলার চিরিরবন্দরে আলোকডিহি গ্রামের জীবন রায়ের স্ত্রী। পেশায় ছিলেন নীলফামারী ইপিজেডের একজন নারী কর্মী। ইপিজেডে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। 

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

আরটিভি/এমকে