images

দেশজুড়ে

নদীর বুকে সন্তান‌ হা‌রি‌য়ে পাগলপ্রায় ক্যানসার আক্রান্ত মা

শনিবার, ১৭ মে ২০২৫ , ০৮:৪৮ পিএম

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে একটি পিকনিকের ট্রলার।

শুক্রবার (১৬ মে) রাতের এ দুর্ঘটনায় ট্রলারটিতে থাকা সব যাত্রী অল্পের জন্য রক্ষা পেলেও এখন পর্যন্ত নিখোঁজ সুমন সিপাহী (২৮) নামে এক যুবক। এ ঘটনায় শোকে এখন পাগলপ্রায় তার ক্যানসার আক্রান্ত মা।

জানা যায়, শুক্রবার (১৬ মে) রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকায় ঘটে ট্রলারডুবির এ ঘটনা। বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে মাদারীপুর সদর হাসপাতালে।

এদিকে শ‌নিবার (১৭ মে) সকাল থে‌কে সুমনের খোঁজে উদ্ধার অভিযান চললেও এখন পর্যন্ত পাওয়া যায়নি তাকে। সন্তান‌ হা‌রি‌য়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন তার ক‌্যানসার আক্রান্ত মা। বারবার মূর্ছা যাচ্ছেন মা, কাঁদছেন প্রতিবেশীরাও।

মাদারীপুর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ওই এলাকার যুবকদের পক্ষ থেকে ট্রলার ভ্রমণের মাধ্যমে একটি পিকনিকের আয়োজন করা হয়। ট্রলার ভাড়া করে ১৫ জনের একটি পিকনিকের দল নিয়ে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে আনন্দ উপভোগ করেন তারা। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অন্ধকারে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ হন সুমন সিপাহী নামে এক যুবক। এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ২৫০ শয্যা জেলা হাসপাতালে। 

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান জানান, ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসী জানিয়েছেন। রাতে উদ্ধার অভিযান চালানোর মত যন্ত্রপাতি না থাকায় শনিবার ভোর থেকে অভিযান শুরু করে‌ছে ফায়ার সার্ভিস।

আরটিভি/এসএইচএম-টি