images

দেশজুড়ে

কচুয়া উপজেলায় মাহবুব আলম চেয়ারম্যান নির্বাচিত

বুধবার, ০৫ জুন ২০২৪ , ১১:০৮ পিএম

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে চাঁদপুরের কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীক মাহবুব আলম ৩৪১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীক প্রার্থী শাহজাহান শিশির পেয়েছেন ২৭১৭০ ভোট। 

বুধবার (৫ জুন) রাতে ফলাফল নিশ্চিত করেন কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল বারী।

কচুয়া উপজেলায় মোট ৩ লাখ ৩০ হাজার ৫২৫ জন ভোটার রয়েছে। ১১০টি ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

কচুয়া উপজেলা পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে র‌্যাব, পুলিশ, বিজিবি আনসারের সমন্বয়ে ৪ স্তরের নিরাপত্তা ছিল।

চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে এই ধাপে মোট ভোটার সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।