শনিবার, ০৬ এপ্রিল ২০২৪ , ০২:৩৯ পিএম
যশোরের ঝিকরগাছার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও মাদকব্যবসায়ী আব্দুল করিমকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৫ এপ্রিল) রাতে শার্শার দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০১৮ সালের ৯ সেপ্টেম্বর মাদক মামলায় সাজা হওয়ার পর থেকে আব্দুল করিম বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, করিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। ২০১০ সালের ২২ জুন ঝালকাঠি জেলা থেকে তিনি বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক হন। এ ঘটনায় মামলার পর তার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। সবশেষ আব্দুল করিমকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এ সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
র্যাব আরও জানায়, তাদের কাছে খবর আসে বেনাপোলের দৌলতপুরে তিনি আত্মগোপনে রয়েছেন। সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।