images

দেশজুড়ে

নিজের পুরুষাঙ্গ নিজেই কর্তন করলেন যুবক

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ , ০৫:১৮ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিজের পুরুষাঙ্গ নিজেই কর্তন করেছেন মিসকিন (৩৫) নামের এক যুবক।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গান্ধিগাও গ্রামে এ ঘটনা ঘটে।

মিসকিন ওই গ্রামের টগর আলীর ছেলে। 

এলাকাবাসী জানায়, মিসকিন দুই সন্তানের বাবা। তবে দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত। তার স্ত্রী (৩০) গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছে পানি বিক্রি করে সংসার চালায়। স্বামী নেশাগ্রস্ত হওয়ায় তাদের মধ্যে কলহ লেগেই থাকত। এমনকি মিসকিনের সঙ্গে তার স্ত্রীর একাধিকবার বিবাহবিচ্ছেদের ঘটনাও ঘটেছে। তবে সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার স্ত্রী সংসারে ফিরে আসে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মিসকিন স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ির পাশের জঙ্গলে গিয়ে দা দিয়ে তার পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে এলে পরিবারের লোকজন তার পরনের কাপড়ে রক্ত দেখতে পায়। একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।