মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭ , ০৫:৪৭ পিএম
‘বাল্য বিয়েকে লালকার্ড’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হলো কিশোরী মেলা ২০১৭।
ভূরুঙ্গামারী উপজেলার নেহাল উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ কিশোরী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খান।
এর আগে বাল্যবিয়ে প্রতিরোধ সচেতনতায় জয়মনিরহাট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বাইসাইকেল রোডশো বের হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক হাজার কিশোরী। প্রায় চার কি.মি. পথ সাইকেল চালিয়ে অনুষ্ঠান স্থলে যোগ দেন তারা।
কিশোরী মেলার আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. ফেরদৌস খান, উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন প্রমুখ। এ সময় উপস্থিত কয়েক হাজার কিশোরী বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করেন।
উল্লেখ্য, বাল্যবিয়ের প্রবণতা কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি। সরকারি হিসেব অনুযায়ী জেলায় ৭২ ভাগ বাল্যবিয়ে ঘটছে প্রতিবছর।
সি/